Manabota

Manabota

বুধবার, ৬ জুন, ২০১২

স্বপ্ন আমার / আবুল বাশার শেখ


 অনেকগুলো স্বপ্ন
 জমা বুকের ভেতর,
 মানুষ ভাবি যাকে
 সে আসলে পাথর।

 বুঝেনা সে চোখের ভাষা
 বুঝেনা মনের কথা,
 আচরণে তার ক্ষনে ক্ষনে
 পাই যে আমি ব্যথা।

 মনের দুঃখ মনেই থাকে
 যায় না তো ভাগ করা,
 ভেবে দেখি বেঁচে থেকে
 এখন যে আমি মরা।

 যে দিন আমি হারিয়ে যাব
 না ফেরার ঐ দেশে,
 না চাইলেও দু’ফোটা অশ্রু
 ঝরবে চোখেতে শেষে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷