Manabota

Manabota

শুক্রবার, ১৮ মে, ২০১২

বাজারে আসছে পানি ও রাস্তায় চলা গাড়ি ‘সি লায়ন’


পিচ রাস্তা আর জলের ওপর দিয়েও চলবে এমন গাড়ির কথা কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। এরই মধ্যে কেউ কেউ উভচর গাড়ি তৈরির ঘোষণা করলেও এবার গতির রেকর্ড ভেঙ্গে বাজারে আসছে নতুন উভচর গাড়ি ‘সি লায়ন’।
গাড়িটি একই সঙ্গে ডাঙ্গায় ঘণ্টায় ১২৫ কিলোমিটার ও জলে ৬৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে। দীর্ঘ ছয় বছর পরিকল্পনা শেষে মার্ক উয়িট নামে এক ব্যক্তি এই গাড়িটি তৈরিতে সক্ষম হন। অ্যালুমনিয়াম ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১৭৪ হর্স পাওয়ারের ইঞ্জিন।
এছাড়া পুরোপুরি ওয়াটার গ্রুপ গাড়িটি এমন ভাবে তৈরি হয়েছে যে যা জলে রেকর্ড পরিমান গতি তুলতে সক্ষম। গাড়িটি ইতিমধ্যেই সবচেয়ে গতি সম্পন্ন উভচর গাড়ির খেতাব জিতে নিয়েছে। এর গতি নিয়ে গাড়িটির আবিষ্কারক মার্ক বলেছেন, ‘অনেক দিন থেকেই ভাবছিলাম এমন একটা গাড়ি তৈরি করব যেটা জলে-স্থলে দুটোতেই চালান যাবে। সেই স্বপ্ন সত্যি কতে পেরে দারুণ লাগছে।’ গতি প্রেমিকরা হয়তো ভাবছেন গাড়িটির দাম কত পড়বে? বেশি নয়, সি লায়নকে আপনার গ্যারেজে রাখার জন্য খরচ করতে হবে মাত্র ২১ কোটি ২৭ লাখ ৯ হাজার টাকা বা ২ লাখ ৫৯ হাজার ৫০০ ডলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷