রাত জাগা 
  
রাত জাগা 
 সেলফোন খোলা রেখ
 রাত বারটায়,
 কথা হবে নিরিবিলি
 মন যদি চায়।
 ভাল লাগা ভালবাসা
 হবে লেনা-দেনা,
 মনের লোকানো কথা
 তাও হবে জানা।
 না হয় দিও তুমি 
 দু’টি মিস্ডকল,
 মিষ্টি গানের সুরে
 পাবে তার ফল।
 ডাহুক পাখির মত
 থাকবো জেগে,
 গুপ্ত প্রেমের দেখা
 পাবে যে ত্যাগে।
  অপেক্ষা শুরু হলো
 ভাবনা তোমার,
 ভেবে দেখ এ জীবনে
 হবে কি আমার!
 তাং- ১৭ / ০৫ / ২০১২ ইং
 জীবন সহোদর
 জীবন সহোদর
 বাস্তবতার একটি সিঁড়ি খুব প্রয়োজন
 স্থাপত্য শৈলির রূপরেখা অনন্য যার বৈশিষ্ঠ্য,
 যা স্থাপিত হবে মনের গহীনে।
 ভাগ করা যায় কি জীবন!
 প্রতারণা যখন চৌদিক ঘিরে রাখে
 তখন জীবনে নেমে আসে ঘন অন্ধকার। 
 বুঝেনা যখন কেউ জীবনের সরলতা 
 জীবন সহোদর সীমানা পেরিয়ে চলন্ত ট্রেনের
 মত বেঈমানী করে। 
 অবুঝ বালক সেঁজে বসে থাকি।
  তাং- ১৭/ ০৫ / ১২ ইং
 
.jpg)
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷