Manabota

Manabota

সোমবার, ১৪ মে, ২০১২

কবিতা / জীবন নদীর ধারা - আবুল বাশার শেখ


“জীবন নদীর ধারা”
   

জীবন এখন থমকে দাঁড়ায়
 সময় চলছে তার মতো,
 ভাবিনা এখন আগের মতন
 দূরে রছেছে ভাবনা যতো।
 পথের পাশে নদীর দ্বারে
 বসিনা একলা একা,
 কামনা নেই মনের মাঝে
 হয়না কবিতা লেখা। 
 রাত জাগিনা কথা বলিনা
 স্বপ্ন দেখিনা জেগে,
 প্রেয়সীর সাথে হয় না কথা
 হেসে কিংবা রেগে।
 আমার জগত গড়েছি এখন
 আমার মতো করে,
 কারো বসতি নেইতো এখন
 আমার মনের ঘরে।
 তাং- ০৮/ ০৫/ ১২ ইং


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷